নাটোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রিয়াজ হোসেন লিটু, নাটোর:

 

বিএনপি-জামায়াতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতি, শেখ হাসিনাকে হত্যার হুমকি ও অবস্থান কর্মসুচির নামে নাশকতা চেষ্টার প্রতিবাদে নাটোরে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আলাইপুর এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক শান্তি সমাবেশের আয়োজন করা হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান,সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ,যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লবসহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন সামনে এগিয়ে যাচ্ছে। ঠিক তখন বিএনপি-জামায়াত দেশকে ধ্বংস করতে বিভিন্ন অপরাজনীতি শুরু করেছে। আন্দোলনের নামে সহিংশ ঘটনা ঘটাচ্ছে। তারা যখন আন্দোলন শুরু করে তখনই দেশের মানুষ ক্ষতিগ্রস্থ হয়। তাই তাদের এই সকল নৈরাজ্য প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নাটোর জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মিকে সবসময় রাজপথে থাকার আহবান জানান বক্তারা।

No comments

Powered by Blogger.