নাটোরে পাওনা টাকা চাওয়ায় কলা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা


রিয়াজ হোসেন লিটু, নাটোর:

নাটোরে পাওনা টাকা চাওয়ায় আবুল কালাম (৬০) নামে এক কলা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কাফুরিয়ায় এই ঘটনা ঘটে। নিহত কালাম একই এলাকার প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক জামাল উদ্দিন জানান, কলা ব্যবসায়ী আবুল কালাম একই এলাকার কামাল উদ্দিনের কাছে কলা বাগান বিক্রি করেন। সবশেষ কামালের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিল তার। বুধবার সকালে আবুল কালাম পাওনা টাকা চাইতে গেলে কামাল উদ্দিনের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে গাছের ডাল দিয়ে কালামকে মাথায় আঘাত করে কামাল উদ্দিন। এতে ঘটনাস্থলেই কালামের মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনার পর থেকে কামাল পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

No comments

Powered by Blogger.