লালপুরে আমবাগান থেকে কৃষকের লাশ উদ্ধার।


 লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে কুরবান আলী (৪৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কুরবার একই গ্রামের হযরত আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বড়িয়া বাজারের পূর্ব পাশে খলিলুর রহমানের আমবাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে পাশে জমিতে কাজ করতে আসা দিনমজুররা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.