নাটোরের সিংড়ায় হাইটেক পার্ক পরিদর্শনে বিভাগীয় কমিশনার


 



আরিফুল ইসলাম সবুজ, নাটোর জেলা সিনিনিয় রিপোর্টার:

নাটোরের সিংড়ায় নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।

শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে শেরকোল ইউনিয়নে নির্মাণাধীন হাইটেক পার্ক পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঞা, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার প্রমুখ। বিভাগীয় কমিশনার দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

No comments

Powered by Blogger.