খোকশায় নবাগত জেলা প্রশাসক এহতেশাম রেজা সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
শামিম হাসান খান কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক এর সাথে খোকসা উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুশীল সমাজ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪’আগষ্ট) সকাল সাড়ে দশটায় খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কলেজের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় নবাগত জেলা প্রশাসক এহতেশাম রেজা, খোকসা উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি বিধান কান্তি হলদার, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার সহ বিভিন্ন দপ্তর প্রধান, সুশীল সমাজ, ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
![]() |
এসময় জেলা প্রশাসক এহতেশাম রেজা শিক্ষার মান উন্নয়নে দিকনির্দেশনা দেন ও মাদক নির্মূলে পরিবারের অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার ও সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানান। পরে খোকসা নারায়ণপুর আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।




No comments