২৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার


রিয়াজ হোসেন লিটু,নাটোর: 

নাটোরের নলডাঙ্গায় ২৫ বছর পর নাটোরের নলডাঙ্গা থানাধীন পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

২৩ আগস্ট বুধবার ঢাকার আশুলিয়া থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১, সিপিসি-৩। পরে বৃহস্পতিবার তাদেরকে নলডাঙ্গা থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

গ্রেফতাররা হলো, মামলার এক নম্বর আসামি শাহাদৎ হোসেন (৭০) এবং দুই নম্বর আসামি তার স্ত্রী মোছা. নুরজাহান বেগম (৬৫)।

জানা যায়, আসামী ১৯৯৮ সালে নলডাঙ্গা থানাধীন পশ্চিম মাধনগর গ্রামের আমজাদ হোসেনকে তার বাড়িতে প্রবেশ করে শাহাদৎ হোসেন এবং তার স্ত্রী মোছা. নুরজাহান বেগম হত্যা করে পালিয়ে যায়। ১৪ জুন ১৯৯৮ সালে ভিকটিমের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে নাটোর সদর থানায় একটি এজাহার দায়ের করেন। পরে মামলার ২নং আসামি মোছা. নুরজাহান বেগমকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরে আসামি নুরজাহান আদালত থেকে জামিন নিয়ে মামলার প্রথম আসামি তার স্বামী শাহাদৎ হোসেনের নিকট পালিয়ে যায়।

নলাডাঙ্গা থানা অফিসার ইনর্চাজ মো. আবুল কালাম বলেন, ২০১৬ সালে আমজাদ হোসেন হত্যা মামলায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে আদালত। ২৩ আগস্ট বুধবার ঢাকার আশুলিয়া এলাকা থেকে র‌্যাব তাদের গ্রেফতার করে নলডাঙ্গা থানায় হস্তান্তর করে।

No comments

Powered by Blogger.