লালপুরে গন্ডবিল মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন


 লালপুর  (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে  গন্ডবিল গ্রামে গন্ডবিল কালুপাড়া আবু বককর বিন কুহাফা (রা:) জামে মসজিদের  ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করা হয়।

রবিবার (২৪ সেপ্টেম্বর)  সকালে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে উক্ত মসজিদের  ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্যও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্ণেল  রমজান আলী সরকার (অব:)ও  লালপুর উপজেলা চেয়ারম্যান মো: ইসাহক আলী। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম সেন্টু, প্রকৌশলী ওমর ফারুক বকুল,  শফিকুল ইসলাম শফি, আবুল হোসেন, নুরুজ্জামান সরকারসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত মসজিদের মুসল্লিবৃন্দ

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়l

No comments

Powered by Blogger.