লালপুরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত অসহায়ের পাশে লেঃ কর্নেল রমজান
আব্দুর রশিদ, লালপুর উপজেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এময় আহত হয়েছেন বৃদ্ধ এক নারী। গত মঙ্গলবার রাতে উপজেলার নওপাড়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে লেঃ কর্নেল (অবঃ) রমজান আলী। শোকাহত পরিবারের সার্বিক খোঁজ খবর নেন ও নগদ অর্থ প্রদান করেন।
উল্লেখ্য যে লালপুরের নওপাড়া গ্রামে পদ্মা নদীর ধারে টিনের ঘরে ইয়াতুল নেছা (৮৫) মেয়ে শাহানাজা বেগম (৩২) ও নাতনি মাইশা খাতুন (০৮) কে নিয়ে মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরপরই আগুনের উত্তাপ পেয়ে ঘরের বাইরে এসে ইয়াতুল নেছা চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা এসে আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েন। ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে মারা যান প্রতিবন্ধী শাহানাজ। মাইশাকে উদ্ধার করে আনেন। পরে দগ্ধ মাইশা ও আহত ইয়াতুলকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মাইশার অবস্থার অবনতি হলে তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মাইশা মারা যায়। ইয়াতুল লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


No comments