লালপুরে ভয়াবহ অণ্ডিকাণ্ডে প্রতিবন্ধী নারীসহ শিশুর মৃত্যু।

 







লালপুর (নাটোর) প্রতিনিধি: 

নাটোরের লালপুরে আগুনে পুড়ে এক প্রতিবন্ধী নারীও এক শিশু‌ সহ দুইজনের মৃত্যু ও ২ জন আহত হয়েছে।



২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। 


স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া গ্রামের রমজান আলীর বাড়ির একটি টিনের ঘরে বাতির  আগুনে এ অগ্নিকাণ্ড ঘটে। এসময় ঘরে থাকা রমজান আলীর বিধবা বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে শাহানাজ (৪৫ ) এর ঘটনাস্থলে মৃত্যু হয় এবং মেয়ে মাইশা ( ৮ ) নামের এক শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজ ২৭ সেপ্টেন্বর ভোর রাতে  মৃত্যু হয়েছে। 

শাহানাজের মা ইয়াতন ( ৮৫ ) কে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ব্যাপারে লালপুর ফায়ার সার্ভিস স্টেশনের  কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন জানান, রাত ৯ টারদিকে  নওপাড়া এলাকায় একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।  দ্রুত সময়ে আগুন ছড়িয়ে পড়াই শাহনাজ নামের এক নারী ঘটনাস্থলেই মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে কুপি বাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। 


লালপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ উজ্জ্বল হোসেন জানান,  পাটকাঠিতে আগুনে  ঘরে থাকা প্রতিবন্ধী নারীর ঘটনাস্থলে মৃত্য হয় এবং  আগুনে দগ্ধথ শিশু রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে ভোর রাত্রে মৃত্যুবরণ করেছে।

No comments

Powered by Blogger.