রমজান আলী সরকারের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ
লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে ও বাগাতিপাড়ায় মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গত (১৫ অক্টোবর) রোববার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্নেল (অবঃ) রমজান আলী সরকারের পক্ষে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের
সিনিয়র সহ সভাপিত নবাব আলী, নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক মোঃ তোফায়েল হোসেন টিটু, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলেগর সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান, বঙ্গবন্ধু প্রবীণ যোট কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল, লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পটু, ২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী, দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য রনি মন্ডল প্রমুখ।
এ সময় মোটরসাইকেল শোভাযাত্রাটি লালপুর, গোপালপুর, ওয়ালিয়া, ধুপইল, দয়ারাপুর, মালঞ্চি, লোকমানপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরেন।


No comments