বাগাতিপাড়ায় ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদ!
নাটোরের বাগাতিপাড়া বাঁশবাড়িয়া উদয়ন সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঁশবাড়িয়া উদয়ন সংঘ একাদশকে ৩-০ গোলে হারিয়ে বাঁশবাড়িয়া ভাই ভাই ফুটবল একাদশ জয়ী হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্নেল (অবঃ) রমজান আলী সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপত মোঃ নবাব আলী ( নবু), পাকা ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুল মাজিদ বুলু, পাকা ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল ইসলাম মিলন, বাগাতিপাড়া উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাব মাহমুদ সজল প্রমুখ।




No comments