বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে লালপুরে রেলি ও শান্তি সমাবেশ করলেন লেঃ কর্ণেল রমজান আলী সরকার।

বিএনপি-জামায়াত গত ২৮শে অক্টোবর-২৩)মহাসমাবেশের নামে পুলিশ হত্যা,প্রধান বিচারপতির বাসভবনে হামলা,সাংবাদিকদের উপর হামলা,পুলিশ হাসপাতাল ও গাড়িতে অগ্নি সংযোগ,দেশ ব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে সৃষ্টির চেষ্টা ও অবৈধ ভাবে ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে রবিবার(২৯শে অক্টোবর-২৩)সারাদিন ব্যাপী লালপুর উপজেলার গোপালপুর, লালপুর চিনির বটতলা,মোমিনপুর,বিলমাড়ীয়া নওপাড়া বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেওবাজারে রেলি ও শান্তি সমাবেশ করেছেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা,নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)। তিনি তার বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


জানান। যাতে করে শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় এনে উন্নয়নের ধারা অব্যাহত রাখা যায়।
এ সময় বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপিত নবাব আলী (নবু),নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু,বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল, লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু,২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী,দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য রনি মন্ডল,২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য টিপু সুলতান,দুড়দুড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মির্জা সহ বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড ও তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.