লালপুরে রামজান আলী সরকারের নির্দেশে জাতীয় জেল হত্যা দিবস ও শান্তি সমাবেশ পালিত
লালপুর ( নাটোর) প্রতিনিধি: বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে লালপুরের বিলমাড়িয়া বাজারে জাতীয় চার নেতার স্বরণে এক নিরবতা পালন শেষে হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করেছে বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীরা।
নাটোর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত লে. কর্নেল রমজান আলী সরকার এর নির্দেশে বিএনপি জামায়াতের নৈরাজ্য অপ রাজনীতি ও অগ্নিসংযোগকে রুখে দিতে জাতীয় জেল হত্যা দিবসে এ শান্তি সমাবেশ করেছে তার অনুসারীরা ।
শুক্রবার বিকেলে উপজেলার বিলমাড়িয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিপুল পরিমাণ নেতা-কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে এ হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।বিলমাড়িয়া বাজারে এ শোভাযাত্রা ও শান্তি সমাবেশে লালপুর বাগাতিপাড়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে অবসরপ্রাপ্ত লে.কর্নেল রমজান আলী সরকার কে এ আসনে নৌকার মনোনয়ন দেওয়ার জোর দাবি তুলেন তারা ।
এসময় অন্যর মধ্যে উপস্থিত ছিলেন
বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নবাব আলী( নবু)
দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের
ইউপি সদস্য ও ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি টিপু সুলতান,বিলমাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম রেজা,বিলমাড়িয়া ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শাহি আলম ।
বিলমাড়িয়া ইউনিয়ন সৈনিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,বঙ্গবন্ধু প্রবীণজোট কেন্দ্রীয় সদস্য লিটন মন্ডল ,যুবলীগ নেতা
হেলালুর রহমান প্রমুখ।

No comments