লালপুরে বঙ্গবন্ধু প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
শুকবার (১৭ই নভেম্বর-২৩) বিকালে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা,নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুড়দুড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ঝুন্টু প্রমুখ।
এ ছাড়াও নাটোর জেলা কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু,বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল, লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী,দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য রনি মন্ডল,সহ বিভিন্ন সূধী জন উপস্থিত ছিলেন।
এ খেলায় পাইকপাড়া ফুটবল একাদশ বাকনাই ফুটবল একাদশ কে ০২-০১ গোলে পরাজিত করে পাইকপাড়া ফুটবল একাদশ বিজয়ী হয়।পরে অনুষ্ঠানের মাধ্যমেই চ্যাম্পিয়ন ও পরিজিত দলকে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।

No comments