প্রকাশ্যে জোভানের স্ত্রীর ছবি, কেন কপালে হাত অভিনেতার

গতকাল ছিল বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের ১০ দিন পর এই প্রথম জোভান স্ত্রীকে প্রকাশ্যে আনলেন। ছবিটি পোস্ট করে জোভান লিখেছেন, ‘বাকিটা আল্লাহ ভরসা।’
জানুয়ারি মাসের ১২ তারিখে বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তাঁর স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। সে সময় বিয়ের একটি ছবি প্রকাশ করেন। কিন্তু ছবিগুলোতে ফারহানের স্ত্রীকে পরিষ্কার দেখা যায় না। অবশেষে গতকাল সংবর্ধনা অনুষ্ঠান ছিল। দিনটিতে ফারহান তাঁর ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করলেও তাঁর সহকর্মীরা একাধিক ছবি পোস্ট করেন। সেসব ছবিতে ফুটে ওঠে মজার গল্প। কখনো স্ত্রীকে নিয়ে জোভানের মাথায় হাত কখনো বন্ধুদের মুখ বন্ধ। সেই গল্পগুলো দেখুন ছবিতে

স্ত্রীর সঙ্গে জোভান। অভিনেত্রী সাফা কবিরের ক্যামেরায় এভাবেই ফ্রেমবন্দী হন।
ছবি: জোভানের সৌজন্যে

জোভান–সাফা ভালো বন্ধু। বিয়ের আনুষ্ঠানিকতায় শুভকামনা জানাতে আগেই হাজির হয়েছিলেন সাফা।


No comments

Powered by Blogger.