সিংড়া উপজেলার, লালোর ইউনিয়নে , এস্কেভেটর দিয়ে বিলের ফসলি জমি কেটে পুকুর খনন করা হচ্ছে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে সরেজমিনে উপজেলার লালোর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ও হোরকান মোর সংলগ্ন বিলে গিয়ে দেখা যায়, এস্কেভেটর দিয়ে বিলের ফসলি জমি কেটে পুকুর খনন করা হচ্ছে।
অভিযোগে জানা গেছে, ইউপি সদস্য এবং গ্রাম্য পুলিশ গিয়ে মাটি কাটাতে বাধা দিলে তাদের কথা অমান্য করেই ওই গ্রামের যেহের প্রামানিকের ছেলে, তুহিন জোর করে এস্কেভেটর মেশিন দিয়ে জমিতে পুকুর খনন করছেন, স্থানীয়রা জানান উপজেলার কর্তব্যরত সকলকেই বিষয়টি অবহিত করা হয়েছে তারপরেও এখনো পর্যন্ত পুকুর খনন বন্ধে কাউকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।।




No comments