অবাধে চলছে এই গাছ নিধনের চলছে মহাউৎসব সিংড়া উপজেলার, ৭নং লালোর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গোপেন্দ্র নগর,

গাছ মানুষের পরম বন্ধু, গাছ নানাভাবে মানুষের উপকার করে। ফল, ফুল, কাঠ, অক্সিজেন, ছায়া- এ সবকিছুই আমরা গাছ থেকে পাই, গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না।

সরকারের অনুমতি ছাড়া বন, সড়কের পাশের ও পাবলিক প্লেসের গাছ কাটলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘বৃক্ষ সংরক্ষণ বিল, ২০১২’ সংসদে উত্থাপন করা হয়েছে।

দেশের জীববৈচিত্র্য, প্রতিবেশ ও পরিবেশন সংরক্ষণে সরকারি জমিতে বা শিক্ষা প্রতিষ্ঠানের গাছ সংরক্ষণ করতেই এ বিলটি প্রণয়ন করা হয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদ গাছ, এই গাছ নিধনের চলছে মহাউৎসব, দিবালোকে সবার চোখের সামনেই সরকারী রাস্তার দু পাশে দাঁড়িয়ে থাকা শত শত গাছের ডাল কেটে বিক্রী করে দিচ্ছে বনদস্যু, কোন ধরনের নেই টেন্ডারের কাগজ পত্র বা সরকারী ভাবে গাছ কাটার কাগজ পত্র, দেখার, শোনার ও প্রতিবাদ করার নেই কেউ ।

১২ সেপ্টেম্বর, রোজ শনিবার ২০২০, আনুমানিক সকাল ১০ ঘটিকায়,
নাটোর জেলার, সিংড়া উপজেলার, ৭নং লালোর ইউনিয়নের, ৩নং ওয়ার্ডের গোপেন্দ্র নগর থেকে ছোট বাড়ৈইহাটি বটতলায়, হঠাৎ এমনি একটি দৃশ্যে চোখে পড়লো, দিবালোকে সবার চোখের সামনেই শত শত গাছের ডাল কেটে নিয়ে যাচ্ছে, যে গাছ গুলোর সঙ্গে স্মৃতি  জরিয়ে রয়েছে, আই সিটি প্রতিমুন্ত্রী, আলহাজ্ব এডঃ জুনাইদ আহমেদ পলক এমপি মহাদয়ের, এমপি মহাদয়ের হাত দিয়েই এই এল জি ডি রোডে বন ও পরিবেশ অধিদপ্তরের সহায়তা বিক্ষো রোপন শুভ উদ্বোধন করেন ।

এই গোপেন্দ্র নগর রোডে হাজার হাজার বিক্ষো রোপন করা হয় ২০০৮ সালের শেষের দিকে , এই গাছ গুলো প্রাপ্ত বয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে বনদস্যুদের বুকের কাটা হয়ে বিদেছে, যে যে ভাবে পারছে গাছ ডাল পালা দিবালোকে নির্জন সময়ে রাতের অন্ধকারে কেটে নিধন করছে।

রক্ষক যখন ভক্ষক: বিক্ষো রোপনে শুরুতে ঢাকঢোর ৩ নং ওয়ার্ডের গোপেন্দ্র নগর গ্রামের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম (৪০) কে, দু বছরের জন্য দেখা শোনার দায়িত্ব দেয়া হয়েছিল যেন গরু ছাগল গাছগুলো না খেয়ে ফেলে ।

সরজমিনে তদন্ত করতে গিয়ে এলাকাবাসীর এমনটিই অভিযোগ উঠে আসে যাকে মাত্র দুই বছরের দায়িত্ব দেয়া হয়েছিল সে ব্যক্তির দিক নির্দেশনায় পরিকল্পিত ভাবে গাছ নিধন হচ্ছে।

সিংড়া উপজেলা অভিমুখী, ৭নং লালোর ইউনিয়নের মধ্যে ৪টি ওয়ার্ডের হাজার হাজার মানুষের একটি মাত্ সড়ক চার মাথা টু গোপেন্দ্র নগর সড়ক, ২০০৮ সালের আগে এই সড়কটি প্রতি বন্যা মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বড় বড় ভাঙ্গন শিষ্ট্রি হতো, এই সড়কটিকে জতকিছুই করা হোকনা কেন সড়কের স্বাভাবিক রূপে রাখা যেতনা, অবশেষে আমাদের সিংড়ার রূপকার, আই সিটি প্রতিমুন্ত্রী, আলহাজ্ব এডঃ জুনাইদ আহমেদ পলক এমপি মহাদয়, ৩নং ওয়ার্ডের গন্য মান্য বর্গবেক্তিদের ডেকে নিয়ে সড়ক রক্ষায় পরিকল্পনা করলেন আগে সড়কের দু পাশে বিক্ষো রোপন করতে হবে এবং তা তিনি বাস্তবায়ন সম্পন্ন করলেন।

অতএব এই সড়কের দু পাশের গাছগুলো রক্ষার জন্য, মাননীয় মন্ত্রী মহাদয়ের কঠোর পদক্ষেপ কামনা করছি এবং সিংড়া উপজেলা প্রশাসন সহ এল জি ডি, বন ও পরিবেশ অধিদপ্তরের কঠোর পদক্ষেপ কামনা করছি সেই সঙ্গে ৭নং লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কঠোর হস্তক্ষেপ কামনা করছি।

No comments

Powered by Blogger.