মোবাইল এক্সেসরিজ ও রিপিয়ারিং সেবায় সবার চাইতে এক ধাপ এগিয়ে, নূর টেলিকম- নাটোর শহরে

মোবাইল এক্সেসরিজ ও রিপিয়ারিং সেবায় সবার চাইতে এক ধাপ এগিয়ে, নূর টেলিকম

উন্নত এবং আধুনিক মানের মেশিন দ্বারা সকল ধরনের মোবাইল ফোন নিখুঁত ও স্বচ্ছ রিপিয়ারিং খোলা ও ফিটিং করা হয়, একঝাঁক তরুণ অভিজ্ঞ মোবাইল এক্সপার্ট দ্বারা দক্ষতা ও সততার সঙ্গে দীর্ঘ দিন ধরে মানসম্পন্ন সেবা দেয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ।

বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্বল্প খরচের মধ্যে উন্নত মানের সেবা নিশ্চয়তার একমাত্র প্রতিষ্ঠান নূর টেলিকম, সার্ভিস ও ডেলিভারি নিয়ে ১০০% ভাবনা মুক্ত থাকতে পারেন।

মোঃ আমিনুল ইসলাম(ইমরান) প্রোপ্রাইটার

রুম নং- ক#১৫, কেন্দ্রীয় মসজিদ মার্কেট নাটোর।

No comments

Powered by Blogger.