পল্লবী থানায় বিস্ফোরণ: এক আসামি কারাগারে

রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মো. জনি নামের এক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শুক্রবার পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন এসআই মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের ইন্সপেক্টর মো. বাশার। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৯ জুলাই ভোরে পল্লবী থানার ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরণ ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে।

No comments

Powered by Blogger.