ফুটপাতে অবৈধ স্থাপনা থাকলে নিলাম করা হবে : আতিকুল ইসলাম


 ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে আগামী ৭ সেপ্টেম্বর থেকে মোবাইল কোর্ট ও নিলাম কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় ডিএনসিসির কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। তিনি বলেন, ‘ডিএনসিসি এলাকায় ফুটপাত ও সড়কে নির্মাণ সামগ্রী, স্থায়ী বা অস্থায়ী দোকান, অবকাঠামোসহ যেকোনো কিছু পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা নিলামে দেওয়া হবে।’ এজন্য তিনি সংস্থার কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।

ভার্চুয়াল সভায় মেয়র আরও বলেন, ‘সরকারি বা ব্যক্তি মালিকানাধীন যে সব জলাশয়ে কচুরিপানা পরিষ্কার করা হচ্ছে না, মশা থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে কচুরিপানা পরিষ্কারে বাধ্য করতে হবে। এছাড়া অবৈধ বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান সম্পত্তি কর্মকর্তা মোজাম্মেল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া প্রমুখ যুক্ত ছিলেন।


No comments

Powered by Blogger.