বিহারে গরুচোর সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

 বিহারে গরুচোর সন্দেহে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি।

ভারতের বিহার রাজ্যের পাটনায় গরুচোর সন্দেহে মোহাম্মদ আলমগীর (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার পাটনার ফুলওয়ারিশরিফ এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ৩টার দিকে আলমগীর ও তার এক সঙ্গী গোয়াল থেকে গরু বের করছিলেন। তখন তাদেরকে সন্দেহ হলে স্থানীয়রা মারধর শুরু করে। এই সময় আলমগীরের সঙ্গী পালিয়ে যাতে সক্ষম হন। মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় আলমগীরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনায় করা মামলায় ইতিমধ্যে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে ভারতীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

No comments

Powered by Blogger.