পলাশবাড়িতে ভোট চলছে

 

পলাশবাড়িতে ভোট চলছে
গাইবান্ধার পলাশবাড়ি পৌর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়।
এই আসনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও স্বতন্ত্রসহ মোট ৬ প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৮৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এখানকার মেয়র পদের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত আবু বকর প্রধান (নৌকা), বিএনপি’র প্রার্থী আবুল কালাম আজাদ (ধানের শীষ) জাতীয় পার্টির মজিবুর রহমান (লাঙ্গল), গোলাম সরোয়ার প্রধান বিপ্লব (আওয়ামী লীগ বহিষ্কৃত বিদ্রোহী), হাবিবুর রহমান ইসলাম (স্বতন্ত্র) ও আমিনুল ইসলাম দুদু (স্বতন্ত্র)।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ২৬৮ জন। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, পলাশবাড়ী পৌরসভায় মোট ১৬টি ভোটকেন্দ্রের  বিপরীতে ১৬জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ৯৪ জন ও ১৮৮ জন পোলিং অফিসার দায়িত্বপালন করছেন।
এদিকে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, এ পৌরসভা নির্বাচনে ৯৬ জন পুলিশ সদস্য, বিজিবি ১ প্লাটুন, র‌্যাব ১ প্লাটুন ও ২২৪ জন আনসার ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

No comments

Powered by Blogger.