নানা আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন


শামীম হাসান খান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে  জেলা প্রশাসন ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়।  


সোমবার ২৫ বৈশাখ সকাল ১০ টায় এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়ীতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এবং  রাত ১১ টা পর্যন্ত আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের প্রথম দিনে জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কুষ্টিয়া- ৩ আসনের সংসদ সদস্য মো. মাহাবুবউল আলম হানিফ। এসময় বিশেষ অতিথি ছিলেন  কুষ্টিয়া -১ এর সংসদ সদস্য আ.কা.ম. সরওয়ার জাহান, পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. সদরউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাব( কেপিসি) এর সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। 



কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন  ইসলামি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক  ডা. সরওয়ার মুর্শেদ, আলোচক ছিলেন শিলাইদহ রবীন্দ্র সংসদের পরিচালক এসএম আফজাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

No comments

Powered by Blogger.