নাটোরের বড়াইগ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১
![]() |
রিয়াজ হোসেন লিটু, নাটোর জেলা প্রতিনিধি |
নাটোরের বড়াইগ্রামে পুর্বশক্রতার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের চার জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, তিন জনকে উপজেলা হাসপাতাল ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) সকালে উপজেলার নগর ইউনিয়নের মকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছ।
আহতরা হলেন- উপজেলার মকিমপুর গ্রামের রুস্তম আলী (৬০), তার ছেলে হাসান আলী (৩০), এজার উদ্দিন (৪৫), জামাল উদ্দিনের স্ত্রী শাহেরা বেগম (৪০), রুস্তম আলীর ছেলে আলতাফ (৩৮), জহুরুল ইসলাম (৩৫), জমিন আলী (৫০), চম্পা বেগম (৩৮), রুস্তম আলী (৫৫), রেহেনা বেগম (৪৫), আবু হানিফ (৫৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কদমচিলান গ্রামের তোরাব প্রামানিকের সঙ্গে রুহুল আমিন ও আতাহার আলীর দীর্ঘদিন যাবত ধরে দ্বন্দ্ব চলে আসছিল। পরে মঙ্গলবার সকালে আব্দুল মান্নানের ছেলে মহিবুর এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে আতাহার আলীর লোকেরা মারপিটের চেষ্টা করে। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ। দ্রুত তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


No comments