নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে সেবিকার পোশাক পরে নবজাতক চুরি!
![]() |
| রিয়াজ হোসেন লিটু: নাটোর জেলা প্রতিনিধি |
নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে শুক্রবার সেবিকার পোশাক পরে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া নবজাতকটি জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের মাহফুজুর রহমান পলাশ ও হাসনা হেনা শিল্পী দম্পতির প্রথম সন্তান।
![]() |
| অপরাধীর ফটো |
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গৃহবধূ হাসনা হেনা শিল্পী সন্তান প্রসবের জন্য বুধবার নাটোর আধুনিক সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। নবজাতকটি নিউমোনিয়ায় আক্রান্ত থাকায় কিছু সময়ের মধ্যেই তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার সকালে হাসনা হেনা শিল্পীর সঙ্গে তার শাশুড়ি খায়রুন নাহারকে রেখে অন্যরা বাড়ি যান। এ সুযোগে বেলা ১১টা ৩৬ মিনিটের দিকে হাসপাতালের সেবিকার পোশাক পরা ২৫-২৬ বছর বয়সি এক নারী নবজাতকটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে নিয়ে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়ার কথা বলে দাদির কাছ থেকে কোলে তুলে নেয়। সঙ্গে সঙ্গেই নবজাতকের দাদি খায়রুন নাহার শিশু ওয়ার্ডে ছুটে গিয়ে তার নাতনিকে আর পাননি। ওই নারীকেও আর খুঁজে পাওয়া যায়নি। তার চিৎকারে হাসপাতালের লোকজন বিষয়টি পুলিশে জানান।



No comments