খোকসায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু -বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
![]() |
শামীম খান: কুষ্টিয়া জেলা প্রতিনিধি |
কুষ্টিয়ার খোকসায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে খোকসা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোল্ডকার্প ফুটবল টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুনার্মেন্টের উদ্বোধন করেন কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন ও খোকসা পৌরসভা সহ মোট ১০টি দল অংশগ্রহন করে।
উদ্বোধনী খেলায় খোকসা পৌরসভা ১-০ গোলে আমবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ন হয়।


No comments