নাটোর সদরের এমপি শিমুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
![]() |
| ছবি সংগ্রহীত |
রিয়াজ হোসেন লিটু নাটোর:
নাটোর সদরের এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিমুল অনুসারীরা। আজ ২০ জুন মঙ্গলবার বিকেলে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো এসে প্রেসক্লাবের সামনে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু , সাবেক কাউন্সিলর মোস্তারুল আলম, পৌর যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আলমগীর প্রমুখ।
সমাবেশে বক্তারা সংসদ সদস্যের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা বানোয়াট বলে দাবি করেন সেই সঙ্গে সাংবাদিক শহিদুল ইসলাম সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করেন। উল্লেখ্য একটি জাতীয় দৈনিকে সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম নামে “শিমুলের কানাডায় স্ত্রীর নামে বাড়ি, ব্যাংকে কাঁড়ি কাঁড়ি টাকা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।



No comments