খোকসার গড়াই নদীর চর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার


 

শামীম খান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ 

কুষ্টিয়ার খোকসায় হঠাৎ গড়াই নদীতে পানি বেড়ে চর ডুবে ভেসে উঠলো অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ। ওই ব্যক্তিকে জবাই করে হত্যার পর চরে পুতে রাখা হয়েছিল বলে স্থানীয়দের দাবি।

খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের খানপুর মৌজায় গড়াই নদীর দ্বিপচর এলাকায় মঙ্গলবার দুপুরে নদীর নতুন পানির তোরে মৃতদেহটি বালু মাটির নিচে থেকে বেড়িয়ে আসে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে থানা পুলিশ উপস্থিত হয়েছে। নৌপুলিশ কর্তৃক  মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, হঠাৎ করে গড়াই নদীতে পানি বারতে শুরু করলে। দুপুরের দিকে দ্বিপচর এলাকার নদীর পানি বাড়তে থাকলে চরটি প্লাবিত হয়। ফলে নদীর চরে বালি মাটিতে পুতে রাখা ওই মৃতদেহটির মাথা থেকে মাজা পর্যন্ত বেড়িয়ে পানিতে ভাসতে থাকে। মৃতদেহটির মুখ নেভিব্লু রং এর কাপড় দিয়ে বাঁধা ছিল, তার শরীরে সবুজ রঙের গেঞ্জি ও পরনে নেভিব্লু জিন্সের প্যান্ট ছিল মৃতদেহটির মুসলিম ধর্মাবলম্বী ছিলেন বলে জানা যায়। তাকে মুখও হাত বেঁধে জবাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহর সাথে কথা বলা হলে তিনি বলেন, প্রাথমিকভাবে লোকটিকে জবাই করে হত্যার করা হয়েছে বলে ধারণা করছে। লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নৌপুলিশ খবর পেয়ে ঘটনাস্থ থেকে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। সুরত হাল রিপোর্ট করার পর বিস্তারিত জানা যাবে।

No comments

Powered by Blogger.