ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা


 


শামীম হাসান খান, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম আল হুসাইন সোহাগের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। 


এস এম আল হুসাইন সোহাগের স্ত্রী আনজুমানারা আশা বাদী হয়ে গত ১৩ জুলাই কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ভেড়ামারা আমলী আদালতে এই মামলা দায়ের করেন। ধারা নং:- ১৪৩/৩৪২/৩২৪/325/326/307/379৯/৫০৬/১১৪ দন্ড বিধি।


আসামীরা হলেন ,১। আঃ আলীম স্বপন, পিতা- মৃত লুৎফর রাজাকার, ২। মোঃ আজিম হোসেন (সেবুল) ৩। মোঃ সুমন আলী,পিতা- মৃত হামিদ প্রামানিক, উভয় সাং- নওদা ক্ষেমির দিয়াড়,৪। তুষার হোসেন, পিতা- রবিউল ইসলাম,সাং- গোলাপ নগর বিশ্বাস পাড়া, ৫। মোঃ নুর ইসলাম (নূর),পিতা- আবেদ আলী,সাং- চর দামুকদিয়া,৬। মোঃ টিটু,পিতা- মৃত গোলজার, সাং- চন্ডিপুর, ৭। মোঃ অনিক হোসেন, পিতা- বাবলু, সাং- নওদা ক্ষেমির দিয়াড়,৮। মোঃ রুবেল,পিতা- শুকুর আলী,সাং- গোলাপনগর টিকটিকিপাড়া, ৯। তুষার আলী, পিতা- সাইদুর রহমান,সাং- নওদা ক্ষেমিরদিয়াড়, ১০। রিফাত,পিতা- রতন,সাং- মধ্য গোলাপনগর, সর্ব থানা- ভেড়ামারা, জেলা- কুষ্টিয়া সহ অজ্ঞানামা ৭/৮ জন।


মামলার বাদী আনজুমানারা আশা বলেন, আমার স্বামীর উপর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনের নির্দেশে ভেড়ামারা উপজেলা জাসদ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম হোসেন সেবুল, জাসদ যুবজোট নেতা সুমন, তুষার সহ ১৪/১৫ জন সশস্ত্র হামলা চালিয়ে হত্যা চেষ্টা করে। এঘটনায় আমরা ভেড়ামারা থানায় একাধিকবার এজাহার জমা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে গত ১৩ তারিখে কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ভেড়ামারা আমলী আদালতে মামলা দায়ের করেছি। আমি আমার স্বামীর উপর হামলাকারীদের বিচার চাই। 


উল্লেখ্য,  গত ০২ জুলাই  দিবাগত রাত আনুমানিক ৮টার দিকে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের বকশিপাড়া মাঠ সংলগ্ন সড়ক উক্ত হামলার ঘটনা ঘটে। জানা যায়, ভেড়ামারা উপজেলা ফকিরাবাদ থেকে সোহাগ তার নিজ বাড়ি ভেড়ামারা আসছিল। এমন সময় তারা জুনিয়াদহ ইউনিয়নের বকশিপাড়া মাঠ সংলগ্ন সড়কের কাছে পৌঁছালে ১৪/১৫ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে সোহাগ কে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সোহাগের মাথায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এছাড়াও তার ডান পা ও বাম হাত ভেঙে গেছে। এসময় তাদের কাছ আগ্নেয়াস্ত্র, চাইনিজ কুড়াল, রড ছিল। তারা চাইনিজ কুড়াল দিয়ে মাথায় ও পেটে কোপ দেন এছাড়াও রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে। এদিকে সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

No comments

Powered by Blogger.