নাটোরে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগের দুই পক্ষ


রিয়াজ হোসেন লিটু, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের দুটি পক্ষ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ করেন তারা। ১৮ জুলাই মঙ্গলবার সকাল দশটার দিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল অনুসারীরা সংসদ সদস্য শিমুলের বাড়ি কান্দিভিটা থেকে একটি উন্নয়ন শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে শান্তির সমাবেশ করেন। অন্যদিকেেএকই কর্মসূচিতে সকাল সাড়ে দশটার দিকে জেলা আওয়ামী লীগের ব্যানারে এবং জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় কান্দিভিটা থেকে একটি উন্নয়ন শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সামনে দিয়ে ঘুরে এসে বেলা এগারোটারটার দিকে প্রেসক্লাবের সামনে শান্তি সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মালেক শেখ প্রমুখ।

No comments

Powered by Blogger.