সোমবার ঢাকায় ‘সতর্ক পাহাড়ায়’ থাকবে আওয়ামী লীগ

আজ রোববার (৩০ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের পর কেন্দ্রীয়ভাবে আগামীকাল সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ আওয়ামী লীগ কোনো কর্মসূচি না রাখলেও ঢাকার প্রত্যেক অলিগলি, থানা ও ওয়ার্ডে সতর্ক পাহাড়ায় থাকবে দলটি।
রোববার (৩০ জুলাই) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ দৈনিক সোনালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে। বিএনপির অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আগামীকাল সোমবার (৩১ জুলাই) সারাদিন ঢাকার প্রতিটি অলিগলি, প্রত্যেক ওয়ার্ড, থানায় থানায় সতর্ক অবস্থানে থাকবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

No comments