অ্যানড্রয়েডে আসছে স্যাটেলাইট কানেক্টিভিটি

 

আইফোনের মতো অ্যানড্রয়েড ফোনেও আসছে স্যাটেলাইট কানেক্টিভিটি। ফোনের জন্য তৈরি অ্যানড্রয়েড ১৪ ভার্সনে পাওয়া যাবে এই সুবিধা। অ্যাপল এই সুবিধাটি দিয়েছিল তাদের আইফোন ১৪ সিরিজে। এবার অ্যানড্রয়েড ব্যবহারকারীরাও সুবিধাটি পেতে যাচ্ছেন।

সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল তার অ্যানড্রয়েড ১৪ ভার্সন ব্যবহারকারীদের স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটির সাপোর্ট দিতে চলেছে। ওয়াইফাই বা সেলুলার কভারেজ ছাড়াই এই বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবহারকারীরা ইমার্জেন্সি মেসেজ পাঠাতে পারবেন।

টুইটারে @GooglePixelFC এর সাম্প্রতিকতম টুইটে অ্যানড্রয়েড ১৪ এর স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচারের উল্লেখ করা হয়েছে। এই ফিচারের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার যে সব ফোনে রয়েছে, সেই সব ফোনেই অ্যানড্রয়েড ১৪ আপডেট করে নিলে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচারটি ব্যবহার করা যাবে।

গুগল পিক্সেল এবং স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোনগুলোতে সর্বপ্রথম এই ফিচার দেখা যাবে। প্রসঙ্গত, স্যাটেলাইট-ভিত্তিক কমিউনিকেশনের জন্য হার্ডওয়্যার সাপোর্টের প্রয়োজন হয়। তাই, তা আপনার ফোনে থাকবে না কি না, নির্ভর করবে কোন কোম্পানির ফোন ব্যবহার করে আপনি এবং তার হার্ডওয়্যার সেটিংস কীরকম।

এদিকে গুগল চলতি মাসেই তার অ্যানড্রয়েড ১৪ বেটা ৪ আপডেটটি রিলিজ করেছে পিক্সেল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। টেক জায়ান্ট জানিয়েছে, টেস্টিং এবং জেনারেল ইউজের জন্যই এই লেটেস্ট অ্যানড্রয়েড বিটা ভার্সনটি চালু করা হয়েছে। এছাড়া পিক্সেল ফোল্ড এবং পিক্সেল ট্যাবলেটের জন্যও এই ফিচার রিলিজ করা হয়েছে।

No comments

Powered by Blogger.