লালপুরে মনিহারপুর শতাব্দীর ''প্রাচীন শ্রী শ্রী শিব মন্দিরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব।
আব্দুর রশিদ, লালপুর উপজেলা প্রতিনিধী।
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর শতাব্দীর''প্রাচীন শ্রী শ্রী শিব মন্দিরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হলো।মঙ্গলবার(২৪শে অক্টোবর-২৩)বিকেল ৫ টা ২৫ মিনিটের সময় উক্ত মন্দির কমিটির সভাপতি শ্রী সঞ্জয় কুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুভাষ মজুমদারের সঞ্চালনায় এবং
আইন-শৃঙ্খলার দায়িত্বে থাকা লালপুর থানার এ এস আই ইউসুফ আলীর সার্বিক তত্ত্বাবধানেনমা দুর্গাকে বিদায় জানাতে বিকেল থেকেই ভক্তরা সিঁদুর খেলায় মেতে উঠেন ভক্তরা।পরে বিকেল ৫ টা ২৫ মিনিটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে পাঠানো হয়। এবং সেই সাথেই শেষ হলো ঢাক ঢোল পেটানোর শব্দ এবং নয়নাভিরাম নৃত্যের তাল।


No comments