বাগাতিপাড়া বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন লেঃ কর্ণেল রমজান



 

 স্টাফ রিপোর্টার! 

 নাটোরে বাগাতিপাড়া বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী  ও নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্নেল (অবঃ) রমজান আলী সরকার। 


সোমবার (২৩ অক্টোবর-২০২৩) সারাদিন ব্যাপী  উপজেলার ধুপইল সার্বজনীন  শ্রী শ্রী দূর্গা মাতা মন্দির, দয়রামপুর নন্দীকুঞ্জা সূত্রধর পাড়া শিব মন্দির, চিমনাপুর দাসপাড়া শিব মন্দির, মালঞ্চি বাজার সার্বজনীন দুর্গা মন্দির, জাম নগর বাজার শ্রী শ্রী দুর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শনে যান। 


এ সময় উপস্থিত ছিলেন,  বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নবাব আলী ( নবু), পাকা ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি   ভবেন্দ্রনাথ বিশ্বাস, নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু, ২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক ও  ‌লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী, লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলেগর সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান, বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল,   লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু প্রমুখ।

No comments

Powered by Blogger.